রাশিয়ার আক্রমণের আশঙ্কায় ইতোমধ্যে সীমান্তে যুদ্ধের বাঙ্কারে অবস্থান নিয়েছেন ইউক্রেনিয়ান সেনারা।
পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সেখানে অবস্থান নেয়া সৈনিক বোহদান সংবাদসংস্থা রয়টার্সকে বলেন, ‘আট বছর ধরে চলা এই যুদ্ধ আমাদের অতিষ্ঠ করে তুলেছে। এবার হয় এসপার হবে, নাহয় ওসপার। এই অনিশ্চয়তা শেষ করতে আমরা প্রয়োজনে আগে তাদের আক্রমণ করবো।’
সাবেক খনি শ্রমিক ও এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বোহদানকে এক বছর আগে লুহানস্ক ফ্রন্টে মোতায়েন করা হয়।
গত আট বছর ধরে রাশিয়ার সাথে ইউক্রেনের চলা সংঘাতের চূড়ান্ত মুহূর্ত যখন এসে উপস্থিত হয়েছে, তখন যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।
গত কয়েক সপ্তাহের ব্যবধানে ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়াকে ইউক্রেন আক্রমণ না করতে বারবার হুঁশিয়ার করে দিয়েছে পশ্চিমা দেশগুলো।
তবে ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার দাবি বরাবরই নাকচ করে দিয়ে আসছে রাশিয়া।