আহমেদাবাদে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানের ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল ভারত। মাত্র ১২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতা পুষিয়ে দেন পেসার প্রসিধ কৃষ্ণা।
বুধবার ( ৯ ফেব্রুয়ারি) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ২৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভার মোকাবেলা করে ১৯৩ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তারা।
আহমেদাবাদে সিরিজে সমতা ফেরাতে ২৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভাল শুরু ছিল ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার শাই হোপ ও ব্রান্ডন কিং ৩২ রানের জুটি গড়েন। ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভেঙে ভারতকে প্রথম উইকেট এনে দেন পেসার প্রসিধ কৃষ্ণ। কিংকে ১৮ রানে শিকার করেন তিনি। কিংয়ের বিদায়ের পর আহমেদাবাদে যেন বইছিল উইকেটের ফোয়ারা। উইকেট শিকারের উৎসবে মাতেন স্বাগতিক দলের বোলাররা। আরেক ওপেনার শাই হোপকে ফেরান যুজভেন্দ্র চাহাল।
৫৪ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন শাই। এরপর একে একে সাজঘরের পথ ধরেন ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। মাত্র ৭৬ রান তুলকে ৫ টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের মধ্যে একাই লড়েন শার্মার ব্রুকস। তবে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হন। ৬৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে দীপক হুডার শিকার হন।
মিডল-অর্ডারে আকিল হোসেন-ফ্যাবিয়ান অ্যালেন ও স্মিথ লড়াই করার চেষ্টা করলেও ব্যক্তিগতভাবে বড় ইনিংস না থাকায় ৪৬ ওভারে ১৯৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। আকিল ৩৪, অ্যালেন ১৩ ও স্মিথ ২৪ রান করেন। ভারতের কৃষ্ণ ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নেন। শারদুল ঠাকুর নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। উপরের সারির তিন ব্যাটারের ব্যর্থতায় ৪৩ রানেই ৩ উইকেট হারায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা ৫, ওপেনার হিসেবে নামা রিশভ পন্ত ও বিরাট কোহলি সমান ১৮ করে মাঠ ছাড়েন। এরপর তৃতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৪৯ রানে থামলেও, ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন সূর্যকুমার। রাহুল ৪৮ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
৩৯তম ওভারে দলীয় ১৭৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে সূর্য আউট হবার পর, পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। ফলে বড় স্কোর পায়নি ভারত। ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করে স্বাগতিকরা। ৮৩ বল খেলে ৫টি চারে ৬৪ রান করেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ-ওডেন স্মিথ ২টি করে উইকেট নেন।
আগামি ১১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।