 
																
								
                                    
									
                                 
							
							 
                    বঙ্গোপসাগর এবং সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরা ট্রলার ডুবিতে নিখোঁজ থাকা আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে তল্লাশি অভিযানের পাঁচ দিনে নিখোঁজ জেলেদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে তল্লাশি টিমের সদস্যরা বঙ্গোপসাগরের কালিরচর থেকে ভাসমান অবস্থায় ওই জেলের মৃতদেহ উদ্ধার করে। তবে তার নাম, পরিচয় জানাতে পারেনি বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় জানান, কালিরচর এলাকায় ভাসতে থাকা অবস্থায় এক জেলের মরদেহ উদ্ধারের পর দুবলা ফরেস্ট ক্যাম্পে আনা হচ্ছে। শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত পাঁচ দিনে সাত জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি চলছে।
তিনি আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, বন বিভাগ এবং স্থানীয় জেলেরা বুধবার বেলা ১১টা থেকে পঞ্চম দিনের মতো বঙ্গোপসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। নিখোঁজ জেলেদের বাড়ি বাগেরহাট ও খুলনাসহ উপকূলের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গোপসাগর এবং সুন্দরবনের দুবলারচরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে দেড় শতাধিক জেলেকে নিয়ে ১৮টি মাছ ধরা ট্রলার ডুবে যায়। অনেকে সাঁতরে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন অন্তত ১৪ জেলে।