আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে জোটগতভাবে নয়, এককভাবে পাঠাবে আওয়ামী লীগ। নির্দিষ্ট সময়ের মধ্যেই সার্চ কমিটিতে নামের তালিকা পাঠানো হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্সের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার প্রমুখ।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ভুলভ্রান্তি অতীতে থাকতে পারে। আমাদের দুর্বলতা থাকতে পারে। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও সুন্দর করার জন্য যে নির্বাচন কমিশনই আসুক তাদের আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, আমাদের দল থেকে আমরা এককভাবে নাম পাঠাবো। জোটের সদস্যরা তাদের মতো করে নাম দেবে। নাম দেওয়ার বিষয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। আমরা নাম দিয়েছি (প্রধানমন্ত্রীর কাছে), আমি বলতে পারি, যাদের মনে করেছি দেশে বিভিন্ন দায়িত্বে ছিল, জাতীয় পর্যায়ে যাদের গ্রহণযোগ্যতা আছে, নিজ নিজ পেশায় ও চাকরিতে শীর্ষ স্থানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, তাদের নাম আমরা দিয়েছি। যারা তাদের ব্যক্তিত্ব, নৈতিকতা অতীতে প্রমাণ করেছেন। তারা যাতে স্বাধীনভাবে আত্মশক্তি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেন। সংবিধানে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা ব্যবহার করে নির্বাচন কমিশনকে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।