ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম হল) এক শিক্ষার্থীর গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তা লাইভ করা হয়। ফলে অন্যান্য হলের শিক্ষার্থীরাও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পেয়েছেন।
ঢাবির বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র হাবিবুর রহমান রবিন বিয়ে করছেন। তার সহপাঠীরা এই আয়োজন করে। এতে হলের শিক্ষার্থী এবং সাবেক-বর্তমান নেতারা অংশ নেন।
২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তি হন রবিন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। পাত্রী তারই সহপাঠী। তিনি থাকেন রোকেয়া হলে। দুজনকেই শুভকামনা জানিয়েছেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামের ফেসবুক গ্রুপে এ এম তানভীর লিখেছেন, জামাই হলের (এসএম হল) সঙ্গে রোকেয়া হলের সম্পর্ক চিরন্তন হোক। এমন সাহসী সিদ্ধান্ত নিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় এই যুগলকে সর্বস্তরের ছাত্রছাত্রীদের তরফে অনিঃশেষ ভালোবাসা ও শুভকামনা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এসএম হলের মাঠে গায়েহলুদের অনুষ্ঠান করা হয়। ফেসবুকে তা লাইভ করেন এসএম হল সংসদের সাবেক ভিপি এম এম কামাল উদ্দীন।
ওই সময় কথা বলেন পাত্র হাবিবুর। তিনি বলেন, ছাত্রজীবনে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সামাজিক প্রেক্ষাপটে খুবই কঠিন। তবে দুই পরিবারের সম্মতিতেই এটা হচ্ছে। অবশেষে সবার দোয়ায় এটা হতে যাচ্ছে।