দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। বর্তমানের আক্রান্তদের ৮২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।
গবেষণার ফলাফলে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের ৮২ শতাংশ করোনার বর্তমান ধরন ওমিক্রনে আক্রান্ত। বাকি ১৮ শতাংশ আক্রান্ত ডেলটায়। চলতি বছরের ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত জিনোম সিকোয়েন্সে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমিক্রনের তিনটি ধরন পাওয়া গেছে। যার মধ্য বিএ.২ বেশি সংক্রামক। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ৬৫ শতাংশ ওমিক্রন ও ৩৫ শতাংশ ডেলটায় আক্রান্ত।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ জানান, সম্প্রতি যারা করোনায় মারা গেছেন তাদের ২০ শতাংশ ওমিক্রণের বিএ টু ভ্যারিয়েন্টে মারা গেছেন। আর বাকি ৮০ শতাংশই ডেলটায়। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টগুলো হলো, বিএ.১, বিএ.১.১, বিএ.২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিএ.২ বেশি সংক্রামক।
তিনি জানান, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ওমিক্রণের প্রকোপ কিছুটা কমে আসবে।
৯৩৭টি জেনোম সিকোয়েন্সের ফলাফলে বহির্বিভাগে ৮৮ শতাংশ এবং ইনডোর আউটডোর মিলিয়ে ৮২ শতাংশই ওমিক্রণ বলে জানান ডা. শরফুদ্দিন।