পাকিস্তানে পুত্রসন্তান পাইয়ে দেয়ার আশ্বাসে এক অন্তঃসত্ত্বা নারীর মাথায় পেরেক ঠুকে দেয়া ধর্মীয় গুরুর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দুই ইঞ্চি লম্বা পেরেক মাথায় নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ওই নারী। পরে তার মাথার এক্স-রে’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পেশোয়ারের পুলিশ প্রধান আব্বাস আহসান এক টুইটবার্তায় জানান, একজন সরল নারীর মাথায় পেরেক ঠুকে তার জীবন বিপন্ন করা ওই ধর্ম গুরুর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।
লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক ডা. হায়দার খান বলেন, তীব্র মাথাব্যাথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর পুরোপুরি সচেতন ছিলেন ওই নারী।
প্রথম প্রথম ওই নারী স্বীকার করেননি যে এক ধর্মীয় গুরু পুত্রসন্তান পাইয়ে দেয়ার আশ্বাসে এই কাণ্ড ঘটিয়েছেন।
তবে পরে তিনি জানান, পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেয়ার পর আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এসময় আবার কন্যাসন্তানের জন্ম দিলে তার স্বামী তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেন।
এই ভয় থেকেই প্রতিবেশির কাছে শুনে পুত্রসন্তান লাভের আশায় ওই ধর্মীয় গুরুর কাছে গিয়েছিলেন বলে জানান তিনি।
পাকিস্তানের কিছু অংশে এই ধরনের ধর্মীয় গুরুরা অত্যন্ত জনপ্রিয়। সুফি চর্চায় বিশ্বাসী এসব গুরুরা নানা উপায়ে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে থাকেন।
দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশেই পুত্রসন্তানকে কন্যাসন্তানের চেয়ে বেশি লাভজনক হিসেবে দেখা হয়। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন বিভিন্ন শ্রেণির প্রতারক।