১৩ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব বেতার দিবসের এ বছরের প্রতিপাদ্য : জঅউওঙ অঘউ ঞজটঝঞ – সবাই মিলে বেতার শুনি, বেতারেই আস্থা রাখি। বিশে^র অন্যান্য দেশের মত বাংলাদেশেও যথাযোগ্যে মর্যাদায় দিবসটি পালিত হবে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে ০৩(তিন) দিনব্যাপী অনুষ্ঠান। আয়োজনমালায় থাকছে আলোচনা/সাক্ষাৎকার, নাটক, ফেন ইন প্রোগ্রাম, সেলিব্রিটি প্রতিক্রিয়া, নাটিকা এবং সঙ্গীতানুষ্ঠান। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১৩ ফেব্রুয়ারি সকাল ০৮:২০ মিনিটে শ্রোতাদের সাথে আলাপচারিতামূলক ফোন ইন প্রোগ্রাম-আমাদের বেতার; সকাল ০৯:১০ মিনিটে আলোচনা অনুষ্ঠান-ইথারে ঐতিহ্যধ্বনি (ঢাকা থেকে রিলে); সকাল ০৯:৩০ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান-বেতার সবার জন্য সব খানে (ঢাকা থেকে রিলে); বিকেল ০৩:০০ মিনিটে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান (ঢাকা থেকে রিলে); রাত ১০:০৫ মিনিটে নাটক-মধুমালা; ১৪ ফেব্রুয়ারি সকাল ০৯:১০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান-হৃদয় ছোঁয়া সুর (ঢাকা থেকে রিলে); সকাল ১০:১৫ মিনিটে উন্নয়নমূলক নাটিকা-আমাদের ঘর; বিকেল ০৪:০৫ মিনিটে বীরমুক্তিযোদ্ধা, অধ্যাপক ও সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান-ঐতিহ্যের বেতার ; রাত ১০:০৫ মিনিটে নাটক-কবর; ১৫ ফেব্রুয়ারি সকাল ০৯:১০ মিনিটে লোকগানের অনুষ্ঠান-প্রাণের গীত (ঢাকা থেকে রিলে); সকাল ০৯:৩৫ মিনিটে উন্নয়নমূলক নাটিকা-আস্থার নৌকা; বিকেল ০৪:১৫ মিনিটে রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান-স্মৃতিতে বেতার; রাত ১০:১৫ মিনিটে নাটক-সোজন বাদিয়ার ঘাট।
এছাড়া প্রচারিত হবে সরকারের উন্নয়ন কর্মকা- নিয়ে বিশেষ বুলেটিন। বিশ^ বেতার দিবস ২০২২ উপলক্ষ্যে ০৩(তিন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ এবং ইধহমষধফবংয ইবঃধৎ অঢ়ঢ় এর মাধ্যমে।