প্রতিবার আট দল থাকলেও এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনুষ্ঠিত হবে দশ দলে। শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে জনপ্রিয় এই আসরটির মেগা নিলাম। এবারের নিলামটি অনুষ্ঠিত হবে ভারতের ব্যাঙ্গালুরুতে। যেখানে ক্রিকেট সংশ্লিষ্ট থেকে শুরু করে উপস্থিত থাকবেন বলিউডের তারকারা। তবে সেই নিলামে এবার দেখা মিলবে না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের যৌথ মালিক প্রীতি জিনতাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রীতি লেখেন, আইপিএলের মেগা নিলামকে এ বছর আমি খুব মিস করবো। কেননা আমার ছোট বাচ্চাদের যুক্তরাষ্ট্রে রেখে ভারতে ভ্রমণ করা এখন সম্ভব নয়। গত কয়েকদিন নিলাম ও ক্রিকেটীয় কিছু বিষয় নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তবে ভক্তদের কাছে আমি জানতে চাই পাঞ্জাবের জার্সিতে কোন কোন খেলোয়াড়কে আপনারা দেখতে চান?
কয়েক মাস আগেই সারোগেসির মাধ্যমে জমজ দুই কন্যা সন্তানের মা হয়েছেন প্রীতি। যাদের একজনের নাম জয় জিনতা ও আরেক জনের নাম জিয়া জিনতা। মূলত তাদের দেখা-শোনা করার জন্যই যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা সম্ভব না ৪৭ বছর বয়সী প্রীতির পক্ষে।
এ বছর মোট ৫৯০ জন ক্রিকেটারকে তোলা হবে আইপিএলের নিলামে। যাদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ও ২২০ জন বিদেশি ক্রিকেটার। পাঞ্জাব কিংস তাদের খেলোয়াড় সংগ্রহে বাজেট রেখেছে প্রায় ৭২ কোটি রুপি। যা এবারের নিলামের সর্বোচ্চ। এখন পর্যন্ত ১২ কোটি রুপিতে মায়াঙ্ক আগারওয়াল ও ৪ কোটি রুপিতে আর্শদিপ সিংকে ধরে রেখেছে পাঞ্জাব কিংস।