আইনজীবী সমিতির নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্যানেলের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাল জালিয়াতির মাধ্যমে আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেলের বিজয় হাসিল করার প্রতিবাদে ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায ৭টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিট এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সভাপতি অ্যাড. মোঃ মহসিন মন্টু সভাপতি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ১০ ফেব্রুয়ারী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন সু- কৌশলে ভোটারদের হাতে ব্যালট পেপার দেওয়ার পূর্বে ব্যালটে ক্রোস চিহ্ন বা টিক চিহ্ন দিয়ে ব্যালটটি বাক্সে ঢুকিয়ে দেওয়ার ব্যাবস্থা করে। আমরা ভোট গ্রহণের স্থান পরিবর্তনের দরখাস্ত দিলে নির্বাচন কমিশনার আমাদের ভোট গ্রহণের স্থান পরিবর্তনের ওয়াদা করে, প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের স্থানে ভোট গ্রহণের ব্যবস্থা করে জাল জালিয়াতির কর্ম সহজ করে দেয়।
তিনি আরও বলেন, ভোটগ্রহণ চলাকালীন জাল জালিয়াতির একটি ব্যালট হাতে নাতে ধরিয়ে দেওয়ার পর আমাদের আপত্তির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ওই ব্যালটটি জব্দ করার নাটক করে তাৎক্ষণিক ভাবে ব্যালটটি বাতিল করে পুনরায় ব্যালট পেপার সরবরাহ করা জাল জালিয়াতির একটি দৃষ্টান্ত স্থাপন করে।