মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হুমকির তোয়াক্কা না করে এবার ইউক্রেনের তিনদিকে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া। ক্রিমিয়া, পশ্চিম রাশিয়া ও বেলারুশসহ ইউক্রেনের সীমান্তে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করেছে দেশটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের স্যাটেলাইট চিত্রে নতুন করে রাশিয়ার সামরিক উপস্থিতির প্রমাণ মিলেছে।
স্যাটেলাইট চিত্রের বরাতে ম্যাক্সার জানায়, ক্রিমিয়ার তিনটি স্থানে নতুন করে অতিরিক্ত সামরিক স্থাপনা তৈরি করেছে রাশিয়া। ওই অঞ্চলে সেনা, সামরিক সরঞ্জাম, যানবাহনসহ সাড়ে পাঁচ শতাধিক নতুন তাঁবু দেখা গেছে।
এছাড়া পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলেও অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর খারকিবেও নিজেদের অবস্থান জোরদার করছে রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এ শহরে অনেক রুশ ভাষাভাষী মানুষ বাস করেন। ফলে এ অঞ্চলটি রাশিয়া ও ইউক্রেনের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বেলারুশের জিয়াব্রোভক বিমান ঘাঁটিতেও রুশ সেনাদের উপস্থিতি চোখে পড়েছে। জানুয়ারির শেষ দিকে ওই অঞ্চলে রুশ সামরিক বাহিনীর কোনো কার্যকলাপ চোখে না পড়লেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, বিমান ঘাঁটিতে হেলিকপ্টার, সামরিক যান, সেনা, তাঁবু ও হাসপাতাল দেখা গেছে।
এদিকে রাশিয়ার সাথে উত্তেজনা বাড়তে থাকার এই সময়ে যতো দ্রুত সম্ভব ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটি ছাড়ার আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা পৃথিবীর অন্যতম বিশাল সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এটা খুবই আলাদা পরিস্থিতি, আর খুব দ্রুতই সবকিছু নাগালের বাইরে চলে যেতে পারে।