ভালোবাসার দিবস বা ভ্যারেন্টাইন ডে উপলক্ষে দেশে দেশে চলছে নানা আয়োজন। যুগলদের লক্ষ্য করো এসব আয়োজনে যেমন আছে অভিনবত্ব, তেমনি আছে লোভনীয় প্রস্তাব।
তবে, এই দুটো বিষয়কে এক করে চমকে দিয়েছে আমেরিকার লাস ভেগাসের একটি নামী উড়োজাহাজ সংস্থা। নিয়ে এসেছে আকাশে রোমান্স করার সুযোগ।
উড়তে উড়তে ভালোবাসার মানুষকে হৃদয়ের কথা বলার সুযোগের পাশাপাশি একে অপরের ঘনিষ্ঠ হতে সংস্থাটি বাজারে ছেড়েছে এক অভিনব প্যাকেজ।
৪৫ মিনিটের এই প্যাকেজের জন্য একটি যুগলকে খরচ করতে হবে ৯৯৫ ডলার। বাংলাদেশি টাকায় যা ৮৫ হাজার টাকার বেশি। এরিমধ্যে প্যাকেজটির জন্য সেখানে হিড়িক পড়ে গেছে।
সংস্থাটি জানিয়েছে, উড়োজাহাজের ভেতরে যেখানে যুগল ঘনিষ্ঠ হবে, সেই জায়গা পুরো পর্দা দিয়ে ঢেকে দেয়া হবে। বিমানে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখা হবে।
শুধু তাই নয়, পাইলট যাতে কোন ধরনের বাধা দিতে না পারে, যে জন্য তাঁর প্রতিই রয়েছে কঠিন নির্দেশনা। ককপিট ছেড়ে বের হতে মানা তাদের জন্য।
এই প্যাকেজের জন্য উড়োজাহাজ সংস্থাটি চার শতাধিক ছোট ধরনের জেট নিয়ে এসেছে। যুগলরা এসব বিমান করেই তাদের চমকদার অভিসারে আকাশে উড়াল দেবেন।
লাস ভেগাস থেকে উড়ে খুব বেশি দূর যাবে না এসব উড়োজাহাজ। ৪৫ মিনিট সময়ে যতটুকু উড়াল দেয়া সম্ভব ঠিক ততটুকুই দেবে।
সংস্থাটি জানিয়েছে, শুধু রোমান্স নয়, বিয়ের জন্যও ভাড়া নেয়া যাবে। তবে তার জন্য খরচ হবে এক হাজার ১৯৫ ডলার। বাংলাদেশি টাকায় এক লাখ টাকা।
রোমান্সের প্যাকেজে উদোরপূর্তি করতে চাইলে, সেটিরও ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য বাড়তি হবে একশ’ ডলার। আর রোমান্স প্লাস ফুড প্যাকেজের দাম ধরা হয়েছে ১,৫৯৫ ডলার।