ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। এর আগে ওমিক্রনের উর্ধ্বগতির কারণে ২১ জানুয়ারি থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।