 
																
								
                                    
									
                                 
							
							 
                    পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে আড়াই বছরের সন্তানকে খুন করলেন বাবা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন সরকারপাড়া গ্রামের কৃষক জাকির হোসেন। বছর ঘুরতে-না-ঘুরতেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। তাদের বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো অস্ত্র দিয়ে জান্নাতুল ফেরদৌস নামে আড়াই বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেন পিতা জাকির হোসেন। এ ঘটনার পর রাতেই ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।
পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।