করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন আসার পর মহামারীর শেষ দেখতে পাচ্ছিলেন বিশ্বের অনেক বিজ্ঞানি ও গবেষক। কিন্তু তাদের আশায় গুড়ে বালি।
করোনা মহামারী এখনই শেষ হচ্ছে না, একথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গবেষক সৌম্যা স্বামীনাথন সতর্ক করেছেন, ভাইরাসটির আরো নতুন রূপ আসতে পারে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শুরু থেকেই বিশ্ব করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখছে, পরিবর্তিতও হতে দেখছে। তাই এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হবার মতো রূপও থাকবে।
স্বামীনাথন সতর্ক করে জানান, চরিত্র পরিবর্তন করে বারবার হুমকি হয়ে ফিরে আসছে করোনা ভাইরাস। করোনার নতুন রূপ ওমিক্রনের চেয়ে আরও শক্তিশালী হতে পারে।
মহামারী কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় না কেউ এটি অনুমান করতে পারবে। মহামারী শেষ হয়ে গেছে এটা ঘোষণা করাও উচিত না।
তিনি জানান, সব সাবধানতা এখনই ঝেড়ে ফেললে বিপদ হবে। সাবধানতা চালিয়ে যেতে হবে এবং চলতি বছরের শেষ গিয়ে অনেকটা ভাল পরিস্থিতি আসতে পারে বলেও জানান তিনি।