 
																
								
                                    
									
                                 
							
							 
                    মুজিববর্ষ উপলক্ষে এবং শীতকালীন মহড়ার অংশ হিসেবে মানবতার সেবায় শরীয়তপুরে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সুবিধাবঞ্চিত চরাঞ্চলের পাঁচ শতাধিক দরিদ্র শীতার্থ পরিবারের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়াও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী ও দুটি মসজিদের জন্য কার্পেট বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী।
৯৯ কম্পোজিট ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল কবীর, জাজিরা সেনা ক্যাম্পের ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীসহ অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত থেকে এই মানবিক সহায়তা খাদ্য ও কম্বল উপকারভোগীদের কাছে পৌঁছে দেন।