গেমের প্রতি আসক্তি অনেক সময়ই ক্ষতির কারণ হয়ে ওঠে। তবে এই গেমই কিছু ক্ষেত্রে জীবনের জন্য ইতিবাচক হতে পারে। সম্প্রতি একটি গেম একজন বৃদ্ধার জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে বাসায় একা ছিলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা ডেনিসে হোল্ট। এ সময় এক ব্যক্তি জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন। জানালার কাচে শরীর কেটে রক্তে মাখামাখি অবস্থা ছিল তার। এমনকি পরনে ছিল না কোনো পোশাক।
সেদিন রাতের বর্ণনা দিতে গিয়ে ডেনিসে বলেন, ওই ব্যক্তি অনুপ্রবেশের পর কাঁচি তাক করে তাকে ভয় দেখান। আবার ক্ষতির কোনো উদ্দেশ্য নেই বলেও আশ্বস্ত করেন। এরপর তাকে বাধ্য করেন ওই ব্যক্তির সাথে গোসল করতে। শেষে ওই ব্যক্তি তাকে তার বাড়ির নিচের একটি ঘরে আটকে রাখেন।
ডেনিসের বড় মেয়ে মেরেডিথ হোল্ট কোল্ডওয়েল থাকেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে। নিয়ম করে প্রতিদিন তার কাছে জনপ্রিয় গেম ওয়ার্ডলের স্কোর পাঠাতেন ডেনিসে। তবে সেদিনের ঘটনার কারণে মেয়ের কাছে গেমের স্কোর পাঠাতে পারেননি তিনি।
বৃদ্ধা বলেন, তার কাছে থেকে স্কোর না পেয়ে সন্দেহ জাগে মেয়ে কোল্ডওয়েলের মনে। তিনি ধরে নেন মায়ের কিছু একটা হয়েছে। সাথে সাথে বিষয়টি জানান শিকাগো পুলিশকে। অভিযোগ পেয়ে ৬ ফেব্রুয়ারি ডেনিসের বাসায় অভিযান চালায় পুলিশ। এক ঘণ্টা ধরে চেষ্টার পর আটক করা হয় বাসায় হানা দেয়া ওই ব্যক্তিকে। এরপর উদ্ধার হন ডেনিসে।
ডেনিসেকে জিম্মি করে রাখা ওই ব্যক্তির নাম জেমস এইচ ডেভিস বলে জানায় পুলিশ। পুলিশের ভাষ্য, ৪২ বছর বয়সী ডেভিস মানসিক সমস্যায় ভুগছেন বলে মনে করা হচ্ছে। তার বিরুদ্ধে মারণাস্ত্র নিয়ে বাসায় অনুপ্রবেশ ও অপহরণের অভিযোগ আনা হয়েছে।