বরিশালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ আহত ১০
বরিশাল >> চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছ। এতে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. করিম লস্কর (৩৬) ও বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ইউপি সদস্য করিম লস্করের বাড়ির পাশের কাচা রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করত। ইউপি সদস্যর বড় ভাই আবদুল কাদের লস্কর (৪০) শুক্রবার সকাল ৮টার দিকে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এর জের ধরে দুপুর ১টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় করিম লস্করের সমর্থকেরা বিএনপি কর্মী আজিজ ফকির, শাহজাহান ফকির ও মোসলেম ফকিরের বসতঘরে হামলা করে বসতঘর ভাঙচুর করে। গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলা ও সংঘর্ষে বার্থী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকির, ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান ফকির, রিনা বেগম, মোসলেম ফকির, জুলেখা বেগম ও হামিদা বেগম ও আওয়ামী লীগ নেতা করিম লস্করের সমর্থক বার্থী ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সদস্য সালাম ফকির, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পালোয়ান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য রিয়াজ সরদার, লিলি বেগম ও অজ্ঞাত দুজনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।