পুরান ঢাকার মাহুতটুলীর চারতলা ভবনের নিচতলায় পলিথিনের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
শনিবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের সিনিয়র অফিসার মো. শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এ অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।