বেইজিং অলিম্পিকের পর্দা নামছে ২০ ফেব্রুয়ারি। এ প্রতিযোগিতা চলাকালীন সময়ে রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। কিন্তু ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলছেন, ২০ ফেব্রুয়ারি বেইজিং অলিম্পিক শেষ হওয়ার আগেই রাশিয়া হামলা চালাতে পারে।
শনিবার ওয়াশিংটনের বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিমান থেকে বোমা ছুঁড়ে বেসামরিক নাগরিকদের দিয়ে রাশিয়া যেকোন দিন ইউক্রেনে হামলা শুরু করতে পারে।
সুলিভান জানান, রাশিয়া যেভাবে তার বাহিনীকে গড়ে তুলেছে এবং সেগুলোকে স্থাপন করেছে, পাশাপাশি অন্যান্য সূচকগুলো সাথে যা আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে সংগ্রহ করেছি, তা আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে রাশিয়ার এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে, রাশিয়া অনেক সময় নিয়ে হামলা চালাবে।
তিনি আরও বলেন, ইউক্রেন সীমান্তে থাকা এক লাখের বেশি রুশ সৈন্য যেকোন সময় হামলা শুরু করতে পারে।
নির্দিষ্ট দিনক্ষণের বিষয়ে আমরা ভবিষ্যদ্ববাণী করতে পারি না উল্লেখ করে সুলিভান বলেন, কিন্তু হামলাসহ যেকোন খারাপ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে।
এদিকে ৪৮ ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিজ দেশের নাগরিকদের তাৎক্ষিণভাবে ইউক্রেন ছাড়ার আহবান জানিয়েছে নিউজিল্যান্ড। এরইমধ্যে কানাডাসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে।