ভারতের অভ্যন্তরে আমদানিকৃত গমবোঝাই ট্রাক বিকল হওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বিকল ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটায় আমদানি-রফতানি কার্যকর্ম শুরু হয়।
গমবোঝাই ট্রাক বিকল হয়ে যাওয়া শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। ট্রাকটি সচল করার প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর আড়াইটায় বিকল ট্রাকটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর এ পথে আমদানি-রফতানি কার্যক্রম সচল হয়।
এ বিষয়ে হিলি জিরো পয়েন্ট গেটে কর্মরত অ্যাসোসিয়েশনের সহকারী হাফিজ জানান, আজ সপ্তাহের প্রথম দিনে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার পর ২৩টি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। দুপুর ১২টার সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারতের অভ্যন্তরে গমবোঝাই WB 05C -0656 ভারতীয় ট্রাকটি বিকল হয়ে পড়ে। এতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয় পড়ে। পরে বিকল ট্রাকটি দীর্ঘ সময় মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ট্রাকটিকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। এরপর দুপুর আড়াইটায় পণ্য আমদানি কার্যক্রম আবারও শুরু হয়।
ট্রাক বিকল হওয়ার বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা জানান, ভারত থেকে এ ধরনের জরাজীর্ণ ট্রাক দিয়ে পণ্য আমদানি করার কারণেই প্রতিনিয়তই ট্রাক বিকল হচ্ছে। এতে করে আমাদের পণ্য আমদানিতে ব্যাহত হচ্ছে। আমরা সময়মতো পণ্য আমদানি করতে পারছি না। এতে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়।
ট্রাক বিকল হওয়ার বিষয়টি নতুন না, বারবার এমন হয় জানিয়ে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আমরা ভারতীয় ব্যবসায়ীদের বারবার অনুরোধ করেছি এই ধরনের জরাজীর্ণ ট্রাক যেন পণ্য আমদানিতে ব্যবহার না করেন। কারণ একটি মাত্র রাস্তা। সে রাস্তা দিয়ে পণ্য আমদানি হয়। আবার খালি ট্রাক ভারতে প্রবেশ করে। এ ধরনের ট্রাক বিকল হওয়ার ঘটনা আজকে নতুন না, এর আগেও বারবার হয়ে থাকে।