ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (১২ ফেব্রুয়ারি) ১৫তম আসরের মেগা নিলামের প্রথম দিন সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- ইশান কিশান, দীপক চাহার, শ্রেয়াস আয়ার, শার্দুল ঠাকুর ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম ইশান কিশানের। ১৫ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে গত আসরেও মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন কিশান। এর আগে তাকে দলে ভেড়াতে ৮ কোটি রুটি পর্যন্ত পাঞ্জাব এবং ১০ কোটি রুপি পর্যন্ত নিলামে দর কষাকষি করেন গুজরাট। শেষদিকে সানরাইজার্সের সঙ্গে দর কষাকষিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই।
কিশানের আগে সর্বোচ্চ দামে বিক্রিত ক্রিকেটারদের তালিকায় সবার উপরে ছিল শ্রেয়াস আইয়ার। আগেই গুঞ্জন ছিল রেকর্ড দামে বিক্রি হতে পারেন শ্রেয়াস আয়ার। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানান, আইয়ারকে দলে ভেড়াতে ২০ কোটি রুপি নিয়ে প্রস্তুত আছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
আর তা হলে আইপিএলে চলতি আসরে সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে জেতেন আয়ার। তবে শেষ পর্যন্ত সকল ভবিষ্যত বাণী নস্যাৎ করে দিয়ে আয়ারকে ১২ কোটি ২৫ লাখে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। গত আসরে দিল্লির হয়ে খেলেছিলেন তিনি।
নিলামে ইশানের পরে দ্বিতীয় সর্বাধিক দামে বিক্রি হয়েছেন দীপক চাহার। তাকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়ে চেন্নাই সুপার কিংস। চাহার গত আসরেও চেন্নাইয়ের হয়ে খেলেছেন। আসরে চতুর্থ সর্বোচ্চ মূল্য পেয়েছেন শারদুল ঠাকুর। তাকে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
নিলামে সর্বোচ্চ দাম পেয়ে তালিকার পাঁচে আছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল এক কোটি রুপি। তবে শেষ পর্যন্ত তাকে কিনতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খসাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি আসরে সর্বোচ্চ ১৬ উইকেট শিকার করে নজরে আসেন এই লঙ্কান অলরাউন্ডার।
নিলামে নাম উঠেছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দুপুর আড়াইটা পর্যন্ত কেউ তাকে নেওয়ার জন্য বিড করেনি। সাকিবের মতো অবিক্রিত রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের সুরেশ রাইনা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। অন্যদিকে ভিত্তিমূল্যে মুস্তাফিজুর রহমানকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার দাম ধরা হয়েছিল ২ কোটি রুপি। সেই দামেই তাকে কিনেছে দিল্লি।
এদিকে আইপিএলে নিলাম শুরুর আগে এখন পর্যন্ত রেকর্ড দামে আইপিএলের নতুন দল লখনৌতে গেছেন লোকেশ রাহুল। ১৭ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে আইপিএলের নতুন দলে অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। তিনি এবারের আসরে নেতৃত্ব দেবেন গুজরাট টাইটানসকে। কয়েকদিন আগেই কোচ হিসেবে আশিস নেহরার নাম ঘোষণা করেছে তারা। প্রসঙ্গত, গুজরাটের সুরাটে পান্ডিয়ার জন্ম।