বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, বিএনপি ঘরোনার একটি সংগঠন থেকে কথিত অ্যাওয়ার্ড নেওয়া হয়েছে। যে অ্যাওয়ার্ড সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধানই জানেন না। আর কানাডা দূতাবাসের যে কথা বলা হচ্ছে তাও ফাঁকি। মূলত দূতাবাসকে এ ধরনের প্রস্তাব দেওয়া হলে তা বাতিল করা হয়ে ছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিব্রত বিএনপি এটা ‘নীল খাদ্য’ বানিয়েছে।
কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল।
এর আগে সকালে কক্সবাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন স্থানে বিএফডিসি কর্তৃক বাস্তবায়নাধীন কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।