আবারও শুরু হতে যাচ্ছে বিশ্ব টি-২০’র অন্যতম আসর আইপিএল। অন্যান্যবারের মতো এবারও নতুন দল নিয়ে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।
তবে প্রতিবার খেলোয়ার বেছে নেওয়ার কৌশল থেকে শুরু করে নিলাম পর্যন্ত পুরোটা জুড়ে বলিউড তারকা শাহরুখ খান থাকলেও এবার তার জায়গায় দেখা যাচ্ছে ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খানকে। খবর এনডিটিভির।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে বলিউড তারকা জুহি চাওলা এবং শাহরুখ খানের মালিকানায় আছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গৌতম গম্ভীরের নেতৃত্বে নিগে এরমধ্যে দুইবার জয়ের দেখাও পেয়েছে দলটি।
গত বছর অক্টোবরে মাদক মামলায় জেলে যায় শাহরুখ-পুত্র আরিয়ান খান। প্রায় তিন সপ্তাহ পর জেল থেকে ছাড়া পান তিনি। তারপর এবারই প্রথম জনসম্মুখে এলো আরিয়ান ও সুহানা।
শনিবারের মূল আয়োজনের একদিন আগে আইপিএলের নিলাম পূর্ব আয়োজনে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে তাদের দুজনকে একসাথে দেখা যায়।
আইপিএলের অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা একটি টুইটার একাউন্টের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
গতবার এই আয়োজনে আরিয়ান উপস্থিত থাকলেও সুহানার অংশগ্রহণ এবারই প্রথম। এছাড়া গতবারের সর্বকনিষ্ঠ হিসেবে নিলামে দর হাঁকেন জুহি চাওলার ১৯ বছর বয়সী মেয়ে জাহ্নবি মেহতা।