ভারতের কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশের সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে বিদেশে। আর তাতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা।
সম্প্রতি ভারতের রাজ্য সরকার নির্দেশনা জারি করেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইউনিফর্ম পরতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল কংগ্রেসসহ অন্যরা। মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে রাজ্য সরকারের এমন ঘোষণার পর দক্ষিণ অঞ্চলের রাজ্যটিতে তীব্রতর উত্তেজনা চলছে। এরই মধ্যে সেখানে হিজাব বিরোধিতার প্রতিবাদ করতে গিয়ে বেশ সাহস দেখানো বোরকা পরা মুসলিম ছাত্রী মুসকানের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়।
গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকেই ভারতের এই ‘হিজাব আন্দোলন’ নিয়ে বিশ্বব্যাপীও আলোচনার সৃষ্টি হয়েছে। এবার সেই আলোচনায় নতুন রসদ দিলেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। বিশ্বকাপজয়ী তারকা ভারতের হিজাব পরিহিতাদের হেনস্তা করার একটি ভিডিও শেয়ার করে মুসলিম শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে ভারতের হিজাব আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেন পল পগবা। সেই ভিডিওতে দেখা যায়, হিন্দুত্ববাদীরা একটি কলেজ চত্বরে হিজাব পরা মুসলিম ছাত্রীদের হেনস্তা করছে। আর ক্যাপশনে লেখা আছে, ‘ভারতের কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের হয়রানি করছে হিন্দুত্ববাদী জনতা।’
মুহূর্তেই পল পগবার ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বর্তমানে ইনস্টাগ্রামে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ৫১ লাখ ফলোয়ার আছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটারেও অনেকে পল পগবার পক্ষে ও বিপক্ষে আলোচনা করছে।
ফ্রান্স পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে ২০১০ সালে হিজাবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। যদিও ফিফা ২০১৪ সালে হিজাব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, কিন্তু ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।