আইপিএলের ইতিহাসে আনক্যাপড ক্রিকেটার (জাতীয় দলে না খেলা) হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার নতুন রেকর্ড গড়লেন ভারতের পেসার আভেশ খান।
২০ লাখ ভিত্তিমূল্যের আভেশকে ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৬ ম্যাচ খেলে এই তরুণ পেসার নিয়েছিলেন ২৪ উইকেট। এছাড়া দুর্দান্ত ইয়োর্কার ডেলিভারিতে স্লগ ওভারে পুরো আসরে জুড়েই দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে এই কারণেই একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেড়ানোর জন্য চেষ্টায় ছিল।
এর আগে আনক্যাপড ক্রিকেটার হিসেবে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন কৃষ্ণাপ্পা গৌতম। আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালস তাকে দলে ভিড়িয়েছিল ৯ দশমিক ৫ কোটি রুপিতে।