জার্মানি আগেই জানিয়েছিল চলমান সংকটে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে না । বার্লিনের এই সিদ্ধান্তের সমালোচনা করে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক একে ‘জার্মান ভন্ডামি’ বলে মন্তব্য করেছেন। জানিয়েছে সিএনএন।
টুইট বার্তায় আন্দ্রিজ মেলনিক বলেছেন, ‘রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে আত্মরক্ষায় কোনো অস্ত্র দেওয়া হবে না। কিন্তু শুধু ২০২০ সালে রাশিয়ায় ৩৬৬ মিলিয়ন ইউরোর দ্বৈত ব্যবহারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা দেশটির অস্ত্র উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে।’
মেলনিক এর আগেও টুইট বার্তায় জার্মানদের কাছে আত্মরক্ষার জন্য অস্ত্র চেয়েছিলেন।
এদিকে জানুয়ারিতেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট ঘোষণা দেন, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বেড়ে যাওয়ায় তারা ইউক্রেনে ৫ হাজার সামরিক হেলমেট সরবরাহ করবে। এছাড়াও তাদের সহায়তায় একটি ফিল্ড হাসপাতাল এবং চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
ক্রিস্টিন ল্যামব্রেশট বলেন, ‘জার্মান সরকার খুব স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংঘাতপূর্ণ এলাকায় কোনো প্রাণঘাতী অস্ত্র বা অস্ত্র সরবরাহ করব না।
কারণ হিসেবে ল্যামব্রেশট বলেন, ‘আমরা সংঘাতকে আরও বাড়িয়ে দিতে চাই না।’
তিনি আরও বলেন, এখনো আলোচনার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা রয়েছে বলে জার্মানি মনে করে।