লালমনিরহাটে আব্দুল কাদের ফকির (৪৮) নামে এক ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতার কাদের ফকির ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার দক্ষিণ শালমারা (ম্যানকাচর) মহকুমার বীরসিং গ্রামের মৃত কদম আলী ফকিরের ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাআলম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের পোশাক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার কাদের ফকিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে তোলা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।