পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
মঙ্গলবার( ১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় একটি বেসরকারি হাসপাতালে ‘ক্যাথল্যাব’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, বিএনপি এই ব্যবস্থাকে কুক্ষিগত করেছিল। পরতে পরতে বেআইনি কাজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন কমিশন নেই মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খোদ আমেরিকায়ই কোনো নির্বাচন কমিশন নেই। যে সরকার ক্ষমতায় থাকে সে-ই নির্বাচন করে। আমরা এ দেশে নির্বাচন কমিশন করি, যাতে স্বচ্ছ নির্বাচন হয়। কারণ আমরা সবসময় গণতন্ত্র ও স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী।
জিয়াউর রহমানের সময়কার ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের কথা উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা যখন ক্ষমতায় আসলেন তখন ‘ইয়েস’ ‘নট’ ভোট দিলেন। ভোট গ্রহণের দায়িত্ব পালনকারীদের বলে দিলেন যাতে সবাই ‘ইয়েস’ ভোট দেয়।
তিনি বলেন, এতে ৯৮ শতাংশ ভোট পড়ে ‘ইয়েস’-এ। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরে তা কমিয়ে ৮৮ শতাংশ করা হয়। বিএনপি এভাবেই সবসময় পেছনের দরজা দিয়েই ক্ষমতায় এসেছে এবং আসার চেষ্টা করছে।