বরিশাল : বরিশালের মুলাদীতে বিএনপি নেতাকর্মীদের ওপর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে মুলাদী মসজিদ মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সফিপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ মোল্লা বলেন, মঙ্গলবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ছিল। ওই সভায় সফিপুর ও চরকালেখান ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যোগ দেয়।
দুপুরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সফিপুর ও চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা।
বিএনপি নেতা জাহিদ মোল্লা, জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জুবায়ের হোসেন ও চরকালেখান ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দীন মোল্লা আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।