বাবা জং-ইলের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ফুল দিয়ে বাবার সমাধি সাজাতে চেয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তবে তার সে ইচ্ছা পূরণ হয়নি। বাগানে ফুল যথাসময়ে না ফোটায় মালীদের শাস্তি দিয়েছেন কিম।
ডেইলি মিররের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কিম জং-উন একদল মালীকে শ্রমশিবিরে পাঠিয়েছেন। কারণ, তার বাবার জন্মদিনে কিছু ফুল সময়মতো ফোটেনি।
কিমের বাবা জং-ইলের নামের সঙ্গে মিল রেখে একটি ফুলের নামকরণ করা হয় ‘কিমজংগিলিয়াস’। বিশেষ প্রজাতির এ ফুলের জন্য প্রয়োজন উপযুক্ত আবহাওয়া। তাই এ ফুল উত্তর কোরিয়ায় চাষ করতে গ্রিনহাউসে উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়। এর জন্য গ্রিনহাউসের তাপমাত্রা এবং আর্দ্রতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
কিম তার বাবার জন্মবার্ষিকীতে তার নামের বিশেষ এ ফুল দিয়ে ভাস্কর্য ও ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন।
দেশটির সামসু কাউন্টির একজন ৫০ বছর বয়সী বাসিন্দা, যিনি হান নামে পরিচিত। তিনি এ বিশেষ প্রজাতির ফুলের গ্রিনহাউসের ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য হানকে সময়মতো ফুলগুলো প্রস্তুতের কাজে নিয়োজিত করা হয়। তবে জ্বালানি কাঠের অভাবে গ্রিনহাউসের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় ফুলগুলো সময়মতো ফোটাতে ব্যর্থ হন তিনি। ফলে মালীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো গাছে কিমজংগিলিয়াস ফুল ফোটাতে ব্যর্থ হওয়ায় তাকে একটি শ্রমশিবিরে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অমর ফুল নামে পরিচিত কিমজংগিলিয়াস ১৯৮৮ সালে জাপানি উদ্ভিদবিদ কিরো মোতেরু উত্তর কোরিয়ার সাবেক শাসক জং ইলের জন্মদিন উপলক্ষে উদ্ভাবন করেন। তবে ২০১১ সালে সাবেক এ শাসকের মৃত্যুর পর থেকে ফুলটির গুরুত্ব বেড়েছে।