ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্যাংকিং সিস্টেমের ওপর সাইবার হামলা চালানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। সরাসরি কিছু না-জানালেও হামলার জন্য মস্কোকে দায়ী করছে কিয়েভ। যদিও হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে সাইবার হামলা চালানো হয়েছে। ইউক্রেন প্রশাসনের দাবি, এতে রাশিয়া জড়িত।
সাইবার হামলার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সামরিক বাহিনীর ওয়েবসাইটে। বাধাগ্রস্ত হয় শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকের অনলাইন কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েন অনলাইনে সেবা গ্রহণকারী সাধারণ মানুষ। তবে হামলায় কোনো গ্রাহকের তথ্য বেহাত হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইউক্রেনের ইনফরমেশন সিকিউরিটি সেন্টার জানিয়েছে, হামলাকারীরা আরও বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ চালিয়েছিল। তবে তা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর।
এর আগে ২০১৫ ও ২০১৭ সালে ইউক্রেনে সাইবার হামলা হয়। সে সময় রাশিয়ার দিকে আঙুল তাক করেছিল কিয়েভ। যদিও সেই দাবি প্রত্যাখ্যান করেছিল মস্কো।