গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে ধরে এনে করোনাভাইরাসের টিকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্টি, কাঁচাবাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ জনকে ধরে আনা হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কেন্দ্রে নিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়।
আগামীতেও গোপালগঞ্জ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।