দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০৭। এদিন অ্যান্টিজেনসহ ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়ে তিন হাজার ৫৩৯ জনের। দৈনিক সংক্রমণের হার ১০ দশমিক ২৪। তবে এদিন শনাক্তের তিন গুনের বেশি রোগী সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ২৬ হাজার ৫৭০।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। সুস্থতার গড় ৮৯ দশমিক ৬৯।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে রয়েছেন ১৬ জন পুরুষ ও চার জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের বয়সের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের সাত জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।