গর্ভধারণের পর ৩৫ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হলো ভারতে।
ভারতের আইন অনুসারে গর্ভধারণের পরবর্তী ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত বৈধ। বিশেষ ক্ষেত্রে এরপরে গর্ভপাত করাতে হলে আদালতের অনুমতি বাধ্যতামূলক। তেমনই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক দম্পতি। সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ৩৫ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দেন বিচারপতি।
আবেদনকারী নারী দীর্ঘদিনের চিকিৎসার পর গর্ভধারণ করেন। গর্ভাবস্থার শেষ পর্বে চিকিৎসক তাদের জানান, গর্ভস্থ শিশু সুস্থ নয়। তার মেরুদণ্ড অগঠিত। এর ফলে জন্মের পর তার স্বাভাবিক জীবন যাপনের সম্ভাবনা কম। এর পরই গর্ভপাত করানোর সিদ্ধান্ত নেন দম্পতি। অনুমতি চেয়ে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হন তারা।
তাদের আবেদনের ভিত্তিতে কলকাতার এসএসকেএম হাসপাতালের নয়জন চিকিৎসকের একটি কমিটি গঠন করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের কমিটিও বিচারপতিকে জানান, সন্তান প্রসব করলে ওই নারী এবং তার সদ্যোজাত সন্তান দুজনেরই ক্ষতি হবে।
এই প্রথম ৩৫ সপ্তাহের কোনো সন্তানসম্ভবা নারীকে গর্ভপাতের অনুমতি দেওয়া হলো। সে কারণেই এই রায়কে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা।