বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে যেখানেই দেখা হবে সেখানেই তাকে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী জিনজিরা পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তারা এমন ঘোষণা দেন।
এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি নিপুণ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মুজাহিদুল ইসলাম মামুন বলেন, নিপুণ চৌধুরী পুলিশকে হত্যার হুমকি দিয়েছেন। রাস্তা অবরোধ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে গালাগালি করেছেন। এই ঘটনায় নিপুণকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে প্রতিরোধ করা হবে।
আরও পড়ুন: সার্চ কমিটি সরকারের একটি ফাঁদ: ফখরুল
মামলার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিএনপি অনুমতি না নিয়েই রাস্তা অবরোধ করে মিছিল করছিল। এসময় পুলিশ তাদের রাস্তা থেকে চলে যেতে বলেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী পুলিশকে হত্যার হুমকি দেয়। তাই পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা পলাতক রয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
এদিকে, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন নুরুর বাড়িতে অতির্কিত হামলা ও বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।