দক্ষিণ আফগানিস্তানের একটি গ্রামে তিন দিন আগে কুয়ায় পড়ে যায় ছয় বছরের হায়দার। আটকে থাকা এই শিশুকে বাঁচাতে অনেক চেষ্টা চালায় উদ্ধারকর্মীরা, কিন্তু শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হতে হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে হায়দারকে কুয়া থেকে বের করে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তানের দক্ষিণের জাবুল প্রদেশের শকাক গ্রামে এ ঘটনা ঘটে।
গেলো মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) হায়দার রাস্তা একটি ৮০ ফুট গভীর গর্তে পড়ে যায়। নিচে পড়ে গেলেও শিশুটি সেখানে বেঁচে ছিলো এবং নড়াচড়া করতে পারছিল। কিন্তু গর্তটি অনেকটাই সরু ছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটির বাবা কুয়ার ভেতর আটকে পড়া ছেলের সঙ্গে কথা বলেছিলেন।
ভিডিওতে শোনা যায়, হায়দারের বাবা বলছেন, “তুমি ঠিক আছো বাবা? আমার সঙ্গে কথা বলো, কান্না করো না। আমরা তোমাকে বের করে আনতে কাজ করছি।”
উত্তরে ছেলেটি বলে, “ঠিক আছে। আমি কথা বলবো।”
জানা যায়, স্থানীয় কিছু মানুষ দড়ি দিয়ে হায়দারকে গর্ত থেকে তুলে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। দড়ি দিয়ে তুলে আনার সময় গর্তের মুখ থেকে প্রায় ৩২ ফুট নিচে শিশুটি আটকে যায়। ওই জায়গায় গর্ত আরো বেশি সরু হওয়ার শিশুটির শরীর সেখানে আটকে গিয়ে ঝুলে থাকে।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, গর্তটি সরু হওয়ায় শিশুটির কাছে খাবার বা পানি সরবরাহ করতে পারছিলো না উদ্ধারকর্মীরা। শিশুটিকে জীবিত উদ্ধার করতে প্রায় সব চেষ্টায় চালান তারা।
একাধিক বাহিনীর সহযোগিতায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে মাটি কেটে শুক্রবার শিশুটির কাছাকাছি পৌঁছান উদ্ধারকর্মীরা।