ভারতের আহমেদাবাদ শহরে ১৪ বছর আগের সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় দোষী সাব্যস্ত আরও ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গুজরাটের বিশেষ আদালতে বিচারক এআর প্যাটেল এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুলাই মাত্র ৭০ মিনিটের ব্যবধানে আহমেদাবাদ শহরের একাধিক এলাকায় কমপক্ষে ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মোট ৫৬ জন নিহত হন। এছাড়া আহত হন অন্তত দুইশতাধিক মানুষ।
হামলার পরে ভারতের নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) শাখা ইন্ডিয়ান মুজাহেদিন (আইএম) এর দায় স্বীকার করে।
সংগঠনটির দাবি, ২০০২ সালে গুজরাটের গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আইএম আহমেদাবাদজুড়ে বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়িত করে।
পরে তদন্তের মাধ্যমে পুলিশও নিশ্চিত করে যে, সংগঠনটি সরাসরি এ হামলার সাথে জড়িত ছিলো।
তদন্ত শেষে ৮০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে আহমেদাবাদ পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে বিচারকাজ শেষ হওয়ার পর এ বছরের চলতি মাসে আদালত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে। আর ২৮ জন খালাস পান।