পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস।
প্রথমবারের মতো পাকিস্তান সফরে এসে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এই বৈঠক করেছেন।
বৈঠকের ছবি টুইটারে শেয়ার করে সিনেটর ফয়সাল জাভেদ খান বলেন, পোলিও নির্মূলসহ পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপের তারিফ করেছেন বিল গেটস।
এই ধনকুবেরের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ইমরান খান। পাকিস্তান প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে দেশটিতে সফরে যান বিল গেটস। তাকে পাকিস্তানে স্বাগত জানাতে পারা আনন্দের বলে মন্তব্য করেছেন ইমরান খান।
তিনি বলেন, বিল গেটসের অনেক অর্জন রয়েছে। তবে দাতব্য কাজের জন্যই তিনি বেশি প্রশংসিত। পোলিও নির্মূল ও দরিদ্র নিরসনসহ বিভিন্ন উদ্যোগে পাকিস্তানকে সহায়তা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা।
পাকিস্তান ও বিশ্ব থেকে পোলিও নির্মূলের সম্ভাবনা নিয়ে ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিল গেটস। তিনি বলেন, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তবে আমরা এযাবৎকালের মধ্যে সবচেয়ে ভালো অবস্থার মধ্যে আছি।
এই ধনকুবের বলেন, আমি মনে করি, ২০২২ সালে পাকিস্তান যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সম্ভবত আমরা পোলিও নির্মূলে সক্ষম হব।