বাবুগঞ্জে সাহান আরা আব্দুল্লাহ স্মরণে দোয়া-মোনাজাত
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক জননেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মিণী ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর গর্ভধারিণী, বরিশাল জেলা আওয়ামী লীগের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমেদ রিপনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে ওই মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম খালেদ হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহঃ আক্তার-উজ-জামান মিলন।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিসুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান।
যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।