রক্ষণশীলতার কারণে সৌদি আরবে নারীদের ঘরে বন্দি রাখার যে সমালোচনা বিশ্বব্যাপী তা ঘুচাতে এবার জোরেশোরে কাজ শুরু করেছে দেশটি।
ভোটের অধিকার থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি চালানোর অনুমোদনের পর এবার প্রাতিষ্ঠানিকভাবে চালক হিসেবে নারীদের নিয়োগের জন্য দেয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।
আর এরচেয়েও বড় খবর হলো ৩০টি পদের জন্যে দেয়া বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন পড়েছে ২৮ হাজার। খবর রয়টার্সের।
বুধবার স্প্যানিশ রেলের কর্মকর্তা রেনফে জানান, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে প্রায় অর্ধেক প্রার্থী কমিয়ে আনা সম্ভব হয়েছে। আগামী মার্চ নাগাদ বাকি কাজও শেষ হয়ে যাবে।
এক বছর বেতনসহ প্রশিক্ষণের পর ৩০ নির্বাচিত নারী মক্কা এবং মদিনার মধ্যবর্তী শহরগুলোতে বুলেট ট্রেন চালাবে।
তিনি আরও জানান, অঞ্চলটিতে নারীদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে তাদের প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০ জন পুরুষ কর্মী কর্মরত আছেন এবং আরও ৫০ জনকে নিয়োগের কথা চলছে।
কিছুদিন আগ পর্যন্তও দেশটিতে নারীদের কাজ শিক্ষিকা কিংবা চিকিৎসাসংক্রান্ত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি ২০১৮ সাল পর্যন্ত নারীদের গাড়ি চালানোরও সুযোগ ছিল না।
গত পাঁচ বছরে দেশটির কর্মশক্তি প্রায় দ্বিগুণ হয়েছে। আর তার পুরো কৃতিত্বই দেশটির যুবরাজের। অর্থনীতি নিয়ে তার নতুন পরিকল্পনার কারণেই নারীরা এতে অংশ নিতে পারছে, যা কি না এর আগ অব্দি শুধু পুরুষ এবং অভিবাসী কর্মীদের দখলেই ছিল।