একুশে ফেব্রুয়ারিতে একসাথে ব্যাক্তি পর্যায়ে ২ ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৫ জন শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। তবে প্রথম প্রহর শেষে সবার জন্য শহিদ মিনার উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। এসময় তিনি বলেন, শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে আসলে করোনার টিকা কার্ড সাথে আনতে হবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য।
ভিসি বলেন, যেহেতু করোনা পরিস্থিতি এখনও সহনীয় নয়, তাই বিধিনিষেধ মানতে হবে। একইসাথে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরার বাধ্যবাধকতার কথাও জানান উপাচার্য ড. আখতারুজ্জামান।