শনিবার সকাল ১১টায় আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসছেন নির্বাচন কমিশন গঠনের উদ্দেশে গঠিত সার্চ কমিটির সদস্যরা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হবে । এতে সভাপতিত্ব করবেন সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
ইতোমধ্যে নির্বাচন কমিটি গঠনে তিন শতাধিক নাম থেকে কাঁটছাঁট শুরু করেছে কমিটি। এ তালিকা থেকে শীঘ্রই দশ জনের নামের তালিকা চূড়ান্ত করে পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। এর আগে ইসি গঠনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে বৈঠক করেছে সার্চ কমিটি।
প্রসঙ্গত, ইসি গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকে এসেছে ১৩৬ জনের নাম। পেশাজীবী সংগঠন দিয়েছে ৪০টি নাম। ইমেইলে এসেছে ৯৯ জনের নাম আর ব্যক্তিগত পর্যায়ে প্রস্তাব করেছেন ৩৪ জন। এ ছাড়া বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় অন্তত ২০ জনের নাম পাওয়া গেছে।