ইউনিসকে যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বড় ঝড় হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। রয়্যাল মেটেওরোলজিক্যাল সোসাইটির চিফ এক্সিকিউটিভ লিজ বেন্টলি বলেন, যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম বড় তাণ্ডব এটি। এই ঝড় আবহাওয়াবিদদের জন্য একটি কেস স্টাডি, বিশেষ করে বাতাসের তীব্রতার জন্য। প্রায় ১২ ঘণ্টা ধরে চলে তাণ্ডব। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় অর্ধেক এলাকাই বিধ্বস্ত হয়ে পড়েছে।
আটলান্টিক ঝড় ইউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ফ্রান্সে আঘাত হানে ঝড়টি। এতে কমপক্ষে নয় জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সেই সাথে বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে আরও লাখ লাখ বাড়িঘর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ওই অঞ্চলের কয়েক হাজার ফ্লাইট।
এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার ঝড়ের কবলে পড়েছে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল, আর গত তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় ইউনিসের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে মাইলের পর মাইল। ঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। ব্রিটেনের আবহাওয়া বিভাগ বলেছে, ঝড়ের প্রভাবে ১২২ মাইল পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় শুক্রবার। ঝড়ের তীব্রতায় উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় রাস্তাঘাট ও বাড়িঘর। সেই সাথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে প্রায় ২ লাখ বাড়িঘর।
উপকূলীয় এলাকায় এখনও জারি রয়েছে সতর্কতা। একজন আইরিশ বলেন,আবহাওয়া এখনও বেশ খারাপ। সাগরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। উপকূলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।