লকডাউনের বিধিনিষেধ লঙ্ঘন করে পার্টি করার অভিযোগে পুলিশি জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি দাবি করেছেন, পার্টিতে করোনার কোনো বিধিমালা ভঙ্গ করা হয়নি।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বরিস জনসনের কার্যালয় থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।
পুলিশি জিজ্ঞাসাবাদে পার্টি করার ঘটনায় ক্ষমা চেয়েছেন বরিস জনসন। এর আগে, সাত দিনের মধ্যে জবাব চেয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন পাঠায় ব্রিটিশ পুলিশ। করোনা বিধিনিষেধ চলাকালে পার্টিতে উপস্থিত থাকার কারণ সাত দিনের মধ্যে ব্যাখ্যা করার জন্য বলে প্রশাসন। বরিস জনসন ছাড়াও পার্টির সাথে সংশ্লিষ্ট ৫০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
২০২০ ও ২০২১ সালে করোনা বিধিনিষেধ লঙ্ঘন করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অন্তত ১২টি পার্টি আয়োজনের প্রমাণ পায় পুলিশ। এরপরই বরিস জনসনের পদত্যাগের দাবিতে শুরু হয় তোলপাড়।