বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের অনুষ্ঠান
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে
একুশের ৩ দিনব্যাপি অনুষ্ঠানমালা। শনিবার বিকেলে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। প্রথম দিন শনিবার আমন্ত্রিত সংগঠন সপ্তসুর সংগীত একাডেমী সঙ্গীত পরিবেশন করবে।
পরে নির্ধারিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাষীশ চক্রবর্তী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক মো: সাহেদ।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, তপংকর চক্রবর্তী, পাপিয়া জেসমিন ও হাসান মাহামুদ বাবু। আলোচনা সভা শেষেই স্বরচিত কবিতা পাঠ করে জাতীয় কবিতা পরিষদ ও কবিতালেখ্য পরিবেশন করে বরিশাল নাটক। সংগীত পরিবেশন করে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় ও সঙ্গীতাঞ্জলী।
পরে নৃত্য পরিবেশন করে আপন সংগীত বিদ্যালয় ও তানসেন সংগীত বিদ্যালয়। রোববার দ্বিতীয়দিন বিকেল সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠানমালা। অনুষ্ঠান উপভোগ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ।