নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনসহ অন্যান্য কমিশনারদের নামের তালিকা আরো ছোট করতে আবারো বৈঠকে বসেছে সার্চ কমিটি।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়। এই বৈঠকে সভাপতিত্ব করছেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে, শনিবার ২০ জনের প্রাথমিক তালিকা করেছিল সার্চ কমিটি। তখন জানানো হয়, ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে আরো কয়েকটি সভায় করতে হবে।
বৈঠকে উপস্থিত আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য নাম সুপারিশ করতে সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।
এরপর ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তিগতভাবে নাম চেয়েছিল সার্চ কমিটি। এর প্রেক্ষিতে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল বাদে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে তিনশতাধিক নাম জমা পড়ে। এর মধ্যে কমিটি কয়েক দফায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করে মতামত নেন। পরে ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়।