সোমালিয়ায় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের ঠিক আগ মুহূর্তে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলেদুয়েন শহরের একটি রেস্তোরাঁয় এ হামলা হয়। স্থানীয় রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মাঝে এটি একটি জনপ্রিয় জায়গা।
রয়টার্স জানিয়েছে, মৃতদের মধ্যে সোমালিয়ার সংসদ নির্বাচনের এক প্রার্থীও রয়েছেন।
এদিকে এ হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব জঙ্গিগোষ্ঠী। এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ার সরকারের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে তারা।
তবে গত কয়েক সপ্তাহে তাদের তৎপরতা বেড়ে গেছে। গত দুই সপ্তাহে আরও দুটি হামলার দায় স্বীকার করেছে তারা।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সংসদ নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ উপলক্ষ্যে বেলেদুয়েনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিলো।
সোমালিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধের কারণে দেশটির সংসদ নির্বাচন কয়েক মাস ধরে আটকে আছে।
নভেম্বরে শুরু হওয়া সংসদ নির্বাচনের ভোটগ্রহণ দুই মাস আগেই শেষ হওয়ার কথা থাকলেও, আগামী ২৫ ফেব্রুয়ারি তা শেষ হবে বলে জানানো হয়েছে।
এ প্রক্রিয়ায় বিভিন্ন গোত্রের শীর্ষ ব্যক্তিরা সংসদ সদস্য নির্বাচন করেন, যারা পরবর্তীতে একজন প্রেসিডেন্ট নির্বাচিত করেন।