পাকিস্তানে তৈরি করা হচ্ছে স্বর্ণাক্ষরে লেখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন। এটিতে ব্যবহার করা হচ্ছে ২০০ কেজি সোনা। পাশাপাশি আরও দুই হাজার কেজি অ্যালুমিনিয়ামও।
এই কাজটির নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত চিত্রশিল্পী ও ভাস্কর শাহিদ রাসাম। ২০১৬ সালে তিনি এটির কাজ শুরু করেন। যা শেষ হতে আরও দুই বছর লাগবে।
শাহিদ রাসাম বলেন, কোরআনটির প্রতি পাতার দৈর্ঘ্য দুই দশমিক ছয় মিটার মিটার ও প্রস্থ দুই মিটার। এমন মোট ৫৫০ পাতায় ৮০ হাজার শব্দ থাকবে।
আয়াতের শব্দগুলো খোদাই করা হবে ধাতু দিয়ে, কাগজের বদলে থাকবে ক্যানভাস। প্রথমে কাজটি একা শুরু করলেও পরবর্তীতে কাজে গতি আনতে আরও ২০০ তরুণ যোগ দেন।
এই দলটিতে ক্যালিগ্রাফার, নকশাবিদ, চিত্রশিল্পী ও ভাস্করও রয়েছে। বলা হচ্ছে, পুরোপুরি কাজ শেষ হলে এটিই হবে- স্বর্ণাক্ষরে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআন
কোরআনটির ‘সুরা আর রহমান’ অংশ মুদ্রণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ মুহূর্তে সেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই এক্সপোর পাকিস্তান প্যাভিলিয়নে প্রদর্শন করা হচ্ছে।