ছবি: সংগৃহীত
বাংলা ভাষা ও বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটে বিশ্বে প্রতিনিধিত্ব করছেন সাকিব-তামিমরা। তবে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকতরা যদি নিজেদের জীবন উৎসর্গ করে বাংলা ভাষার অস্তিত্ব টিকিয়ে না রাখতেন তাহলে লাল-সবুজ জার্সি পরা হতো না সাকিবদের। আর তাই এই বিশেষ দিনে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ভোলেননি টাইগাররা।
দিন কয়েক পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রশিদদের মোকাবিলায় মাঠে নামবে টাইগাররা।
এদিকে করোনা মহামারির কারণে ম্যাচ শুরুর কয়েক দিন আগে থেকেই সুরক্ষাবলয়ে ক্রিকেটারসহ সকল স্টাফরা। যার কারণে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি সাকিব-তামিমদের। তবে নিজের ফেসবুক পেজ থেকে তারা শ্রদ্ধা জানিয়েছেন ৫২’র ভাষা আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করা ভাষা শহীদদের।
নিজের ফেসবুক পেজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধনী ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
এদিকে সবাইকে অবাক করে দিয়ে বাংলা ভাষায় গান গেয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজের মাধ্যমে তিনি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে। সঙ্গে তিনি নিজের মাতৃভাষার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।